Begin typing your search above and press return to search.

অসমে মাছ ও দুধ উৎপাদন বেড়েছেঃ কেন্দ্ৰীয় কৃষিমন্ত্ৰী

অসমে মাছ ও দুধ উৎপাদন বেড়েছেঃ কেন্দ্ৰীয় কৃষিমন্ত্ৰী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 July 2018 1:41 PM GMT

কেন্দ্ৰীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্ৰী রাধামোহন সিং বলেন,কৃষকদের আয় দ্বিগুণ করাই কেন্দ্ৰীয় সরকারের লক্ষ্য। রাজ্যকেও এই লক্ষ্যে এগোতে হবে।রাজ্যে দুধ ও মাছের উৎপাদন বেড়েছে-তিনি উল্লেখ করেন।মঙ্গলবার গুয়াহাটির প্ৰশাসনিক স্টাফ কলেজে রাজ্যের কৃষিমন্ত্ৰী অতুল বরার সঙ্গে কৃষি-উদ্যান সেক্টরের উন্নতি সম্পর্কে পর্যালোচনার পর কথাগুলি বলেন সিং।তিনি বলেন,এনসিডিসি-র মাধ্যমে অসমে সমবায় উন্নয়ন ত্বরান্বিত করতে কেন্দ্ৰ প্ৰতিশ্ৰুতিবদ্ধ।এই উদ্দেশ্যে নিগম রাজ্যের জন্য ৫৫.৪৬ কোটি টাকা মঞ্জুর করেছে এবং ১১.০৬ কোটি টাকা ইতিমধ্যেই রিলিজ করা হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম