Begin typing your search above and press return to search.

অসমে লোকসভা নির্বাচনে ১৪ আসনেই প্ৰার্থী দিচ্ছে কংগ্ৰেস

অসমে লোকসভা নির্বাচনে ১৪ আসনেই প্ৰার্থী দিচ্ছে কংগ্ৰেস

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 March 2019 11:46 AM GMT

গুয়াহাটিঃ আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্ৰেস রাজ্যের ১৪টি আসনেই প্ৰার্থী দিচ্ছে। শনিবার এখানে অসম প্ৰদেশ কংগ্ৰেসের নির্বাচন কমিটির এক বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ১২টি কেন্দ্ৰের জন্য প্ৰার্থীদের একটি প্যানেল এআইসিসি-র কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে,উপযুক্ত প্ৰার্থী বাছাইয়ের জন্য।

ধুবড়ি এবং বরপেটা কেন্দ্ৰের দলীয় প্ৰার্থীর একটা প্যানেল এআইসিসি-র কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এব্যাপারে প্যানেল চূড়ান্ত হয়নি শনিবারের বৈঠকে। কমিটিতে সামিল ছিলেন প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা,সাংসদ ভুবনেশ্বর কলিতা এবং বিধানসভায় বিরোধী দলে নেতা দেবব্ৰত শইকিয়া। বরপেটা ও ধুবড়ির কেন্দ্ৰের প্ৰার্থী দেবব্ৰত শইকিয়া। বরপেটা ও ধুবড়ির কেন্দ্ৰের প্ৰার্থীদের প্যানেল ঠিক করে তা এআইসিসি-র কাছে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। তবে বর্তমান সাংসদ গৌরব গগৈ ও সুস্মিতা দেবের নাম প্যানেলে রয়েছে। তাঁরা ক্ৰমে কলিয়াবর ও শিলচর কেন্দ্ৰ থেকে লড়ার কথা।

Next Story
সংবাদ শিরোনাম