Begin typing your search above and press return to search.

অসমে ৩,৫১,২৯২.৫৩ হেক্টর সংরক্ষিত বনভূমি এখনও দখলদারদের কবলে

অসমে ৩,৫১,২৯২.৫৩ হেক্টর সংরক্ষিত বনভূমি এখনও দখলদারদের কবলে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 Oct 2018 11:55 AM GMT

গুয়াহাটিঃ সারা অসমে সংরক্ষিত বনাঞ্চলের ৩ লাখ হেক্টরের বেশি জমি এখনও দখলদারদের কবলে। রাজ্য সরকার বনভূমি মুক্ত করতে দখলদারদের উচ্ছেদ করার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তাতে গতি আসেনি। বনবিভাগ কিছু কিছু স্থানে উচ্ছেদের উদ্যোগ নেওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে তা মাঝপথেই থেমে যায়। তবে বনাঞ্চল দখলমুক্ত করতে সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ। অসমে সংরক্ষিত বনাঞ্চলের এক্তিয়ারে মোট জমি রয়েছে ১৩,৫৪,৫৬৭.৬২ হেক্টর। এরমধ্যে ৩,৭৫,২৩৭-৮৪ হেক্টর এলাকা দখলদারদের কবলে রয়েছে যেখানে ১,৯৭,৫২৪টি পরিবার আছে। ২৩,৯৪৫.৩১ঝ হেক্টর বনভূমিতে উচ্ছেদ চালানো হয়েছে। এখনও ৩,৫১,২৯২.৫৩ হেক্টর বনাঞ্চলে উচ্ছেদ চালানো বাকি। পরিমল শুক্লবৈদ্য দ্য সেন্টিনেলকে বলেন,বন এলাকা দখল মুক্ত করতে নতুন করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Next Story
সংবাদ শিরোনাম