অসম আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য গগৈকে পাল্টা দুষলেন মহন্ত

গুয়াহাটিঃ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত পাল্টা আক্ৰমণ হেনে অসম আন্দোলনের সময় ৮৬০ জনের বেশি ব্যক্তি শহিদ হওয়ার জন্য তাঁর উত্তরসুরি তরুণ গগৈকে দায়ী করলেন। অসম আন্দোলনে ৮৬০ জনের বেশি শহিদ হওয়ার জন্য সোমবার গগৈ দোষের ভার চাপিয়েছিলেন মহন্ত ও আসুর ওপর।
মহন্ত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় বলেন,হত্যার জন্য আসু নয়,কংগ্ৰেস দল দায়ী ছিল। ওই সময়ে প্ৰয়াত হিতেশ্বর শইকিয়া রাজ্যের মুখ্যমন্ত্ৰী ছিলেন এবং তরুণ গগৈ ছিলেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী। ওই সব হত্যাকাণ্ডের জন্য তাঁরাই দায়ী। তিনি বলেন,ন্যায্য কারণেই অসম আন্দোলন হয়েছিল। অসম থেকে বিদেশি বহিষ্কারই ছিল ওই আন্দোলনের উদ্দেশ্য। চুক্তিতে উল্লেখ করা অনু্যায়ী রাজ্য থেকে বিদেশি বিতাড়নের কাট অফ ডেট সম্পর্কে মহন্ত বলেন,চুক্তিতে বিদেশি চিহ্নিতকরণ ও বহিষ্কারের চূড়ান্ত তারিখ ১৯৭১ সালের ২৪ মার্চ মাঝরাত নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। ‘অসম চুক্তি স্বাক্ষরের সময় আমি একা ছিলাম না। সারা আসম ছাত্ৰ সংস্থার(আসু)অন্যান্য নেতা এবং অসম গণ সংগ্ৰাম পরিষদের নেতারাও ছিলেন। ঐক্যমত্যের ভিত্তিতেই পুরো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই সময়’। অসম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অসমের সব দল ও সংগঠন বিদেশি চিহ্নিতকরণ ও বহিষ্কারের চূড়ান্ত তারিখ মেনেও নিয়েছিলেন। সবাই এটাকে অনুমোদনও জানিয়েছিলেন-বলেন মহন্ত।