অসম ও উত্তর পূর্বাঞ্চলের মানুষের অধিকার রক্ষার আশ্বাস মোদির

Published on

নয়াদিল্লিঃ বিতর্কিত নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ লোকসভায় পাস হওয়ার একদিন পর প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বুধবার আশ্বাস দিয়ে বলেছেন অসম ও উত্তর পূর্বাঞ্চলের মানুষের অধিকার ও সু্যোগ সুবিধাগুলি রক্ষা করা হবে। বিল সম্পর্কে উত্তর পূর্বের রাজ্যগুলিতে অশান্তির যে আগুন জ্বলছে সে সম্পর্কে অবগত হয়েই মহারাষ্ট্ৰের সোলাপুর থেকে অসম ও উত্তর পূর্বাঞ্চলের মানুষকে ওই আশ্বাস দেন মোদি। ‘সদনে পরিষ্কার করে বলা হয়েছে,ভারত মাতার যে সব পুত্ৰ,কন্যা,পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানে ছিল তাদের ভারতের নাগরিকত্ব দেওয়াই বিলের উদ্দেশ্য। ইতিহাসের বহু উত্থান-পতন দেখার পর আমাদের এই সব ভাই,বোনেরা ভারতেরই অবিচ্ছেদ্য অংশ হতে চাইছ’- সোলাপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রেখে মোদি একথা বলেন।

সংবিধান সংশোধনী বিলের প্ৰসঙ্গে মোদি বলেন,আর্থিক ক্ষেত্ৰে অনগ্ৰসর উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গরিব মানুষের বিকাশে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। সবকা সাথ সবকা বিকাশে সরকারের প্ৰতিশ্ৰুতিরই প্ৰতিফলন এটা-বলেন প্ৰধানমন্ত্ৰী। উচ্চবর্ণের আর্থিক ক্ষেত্ৰে অনগ্ৰসরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ সংক্ৰান্ত সংবিধান সংশোধনী বিলটি মঙ্গলবার লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে যায়। কংগ্ৰেস ও তৃণমূল কংগ্ৰেস পরোক্ষে এই বিলটি সমর্থন করেছে। বিরোধী মহাজোটের শরিক এনসিপি,জেডি(এস)সমাজবাদী পার্টি(স)এবং বহুজন সমাজ পার্টি(বিএসপি)প্ৰকাশ্যভাবেই সংবিধান সংশোধনী বিলটি সমর্থন করেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com