নয়াদিল্লিঃ সশস্ত্ৰ বাহিনীর(বিশেষ ক্ষমতা)আইন(এএফএসপিএ)(আফস্পা)অসম থেকে প্ৰত্যাহার করে নেওয়া হবে। রবিবার দিল্লিতে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকের পর কেন্দ্ৰীয় মানব সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্ৰী প্ৰকাশ জাভেদকর সাংবাদিকদের একথা বলেন। জাভেদকর আরও বলেন,অরুণাচল প্ৰদেশের কিছু এলাকা থেকে আফস্পা তুলে নেওয়া হয়েছে। এই আইন অসম থেকেও তুলে নেওয়া হবে। নাগা শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার নাগাল্যান্ডে শান্তি ফিরে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
অসম থেকে সশস্ত্ৰ বাহিনীর(বিশেষ ক্ষমতা)আইন তুলে নেওয়া হবেঃ জাভেদকর

Next Story