অসম পুলিশে বড় ধরনের রদবদল ঘটালো সরকার

গুয়াহাটিঃ অসম সরকার শুক্ৰবার রাজ্য পুলিশ বিভাগে ব্যাপক রদবদল ঘটিয়েছে। পুলিশ সুপার(এসপি)পর্যায়ের আধিকারিকদের বদলি এবং নতুন দায়িত্ব দিয়ে এই রদবদল ঘটানো হয়। কার্বি আংলঙের পুলিশ সুপার ড.ভিএসপি গাঞ্জালাকে বদলি করে ডিআইজি(ইআর)হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। শোণিতপুরের পুলিশ সুপার পৃথ্বী পল সিংকে বদলি করে ডিআইজি(নিরাপত্তা)হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসবি(সিকিউরিটি)পুলিশ সুপার শুভাষিনী শঙ্করণকে দেওয়া হয়েছে ডিব্ৰুগড়ের এসপি পদ। ওদিকে ডিব্ৰুগড়ের পুলিশ সুপার(এসপি)গৌতম বরাকে দশম এপিবিএন-এর কমানডাণ্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। ডিমা-হাসাও-এর অ্যাডিশনাল এসপি(হেডকোয়ার্টার)পুশরাজ সিংকে গোলাঘাটের এসপি এবং গোলাঘাটের এসপি মানবেন্দ্ৰ দেব রায়কে করিমগঞ্জের এসপি-পদে বহাল করা হয়েছে। করিমগঞ্জের এসপি গৌরব উপাধ্যায়কে বসানো হয়েছে কার্বি আংলঙের এসপি হিসেবে।
বাকসার এসপি বিনয় কলিতাকে তৃতীয় এপিটিএফ বিএন,খাজুয়াবিলের কমানডাণ্ট নিয়োগ করা হয়েছে। লখিমপুরের এসপি সুধাকর সিং পেয়েছেন চিরাং-এর এসপি-র দায়িত্ব। ওদিকে চিরাঙের এসপি যুবরাজ হচ্ছেন ধুবড়ির পুলিশ সুপার। ধুবড়ির এসপি লংলিত টেরাংকে দেওয়া হয়েছে ওদালগুড়ির এসপির দায়িত্ব। ওদালগুড়ির এসপি রাজবীরকে বিআইইও-র এসপি পদ দেওয়া হয়েছে। তিনসুকিয়ার এসপি মুগ্ধজ্যোতি দেব মহন্তের কাঁধে সঁপা হয়েছে কাছাড়ের এসপি-র দায়িত্ব। এদিকে কাছাড়ের এসপি রাকেশ রোশন বিশ্বনাথে এসপি-র দায়িত্ব নিচ্ছেন। চরাইদেউ-র এসপি জিতমল দোলেকে এসপি(জেড)যোরহাটের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
ডিসিপি(ট্ৰাফিক)কমিশনারেট অফ পুলিশ,গুয়াহাটির আমনজিত কাউরকে বদলি করা হয়েছে এবং দেওয়া হয়েছে নলবাড়ির এসপি পদ। নলবাড়ির এসপি শিলাদিত্য চেতিয়াকে দেওয়া হয়েছে তিনসুকিয়া এসপি-র দায়িত্ব। দ্বাদশ এপিবিএন জামুগুড়ির কমানডাণ্ট কুমার সঞ্জিত কৃষ্ণকে শোণিতপুরের এসপি পদে বহাল করা হয়েছে। এফআরআরও নগাঁওয়ের সুশান্তবিশ্ব শর্মার কাঁধে বর্তেছে গোয়ালপাড়া এসপি-র দায়িত্ব। গোয়ালপাড়ার এসপি অমিতাভ সিনহা পেয়েছেন শিবসাগর এসপি-র দায়িত্ব। দক্ষিণ শালমারার এসপি অমিত ভুঁইয়াকে দরঙের এসপি এবং গুয়াহাটি পুলিশ কমিশনারেটের ডিসিপি(অপারেশনস)হরেকৃষ্ণ নাথকে দেওয়া হয়েছে লখিমপুরের এসপি-র দায়িত্ব।