অসম বনধ ভেস্তে দেওয়ার আহ্বান রাজ্য সরকারের

অসম বনধ ভেস্তে দেওয়ার আহ্বান রাজ্য সরকারের
Published on

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র বিরুদ্ধে রাজ্যের প্ৰায় অর্ধশতাধিক জাতীয় সংগঠন ২৩ অক্টোবর ডাকা ১২ ঘণ্টার অসম বনধ ব্যর্থ করতে রাজ্য সরকার আজ এক কঠোর নির্দেশ জারি করেছে। বনধের বিরুদ্ধে সুপ্ৰিমকোর্ট ও গুয়াহাটি হাইকোর্টের দেওয়া রায়ের ভিত্তিতে রাজ্য সরকার প্ৰতি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে এই নির্দেশিকা পাঠিয়েছে। বনধ সমর্থকদের গ্ৰেপ্তার করারও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আদালতের রায় অনু্যায়ী বনধের সময়ে যদি কোনও ক্ষয়ক্ষতি হয় তাহলে এর ক্ষতিপূরণ বনধ ডাকা সংগঠনগুলির কাছ থেকে আদায় করা হবে। পঞ্চায়েত পর্যায় অবধি সরকারি কর্মীদের কার্যালয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। বনধের দিন কেউ কার্যালয়ে উপস্থিত না থাকলে তাদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা গ্ৰহণ করবে প্ৰশাসন। ব্যবসা প্ৰতিষ্ঠান বনধ করা হলে ট্ৰেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। সরকারি বাসে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েনের ব্যবস্থা করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com