Begin typing your search above and press return to search.

অসম-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল মুখি

অসম-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল মুখি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 Sep 2018 10:23 AM GMT

গুয়াহাটিঃ সীমান্ত দিয়ে অনুপ্ৰবেশের ঘটনা সম্পর্কে রাজ্য সরকারের শূন্য সহিষ্ণুতার বিষয়টি নিশ্চিত করতে রাজ্যপাল জগদীশ মুখি বৃহস্পতিবার দক্ষিণ শালমারা সেক্টরের মানকাচর,ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন। রাজ্যপাল সরেজমিনে সীমান্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় দিনভর সফরকালে মুখি জেলার ভাঙন বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজর রাখা বিএসএফ-এর দায়িত্ব বলে উল্লেখ করে রাজ্যপাল সীমান্তে ২৪ ঘণ্টা কড়া নজরদারি বজায় রাখতে বিএসএফ কর্মীদের আহ্বান জানান।

বর্তমানে সীমান্তে থাকা বেড়ার ব্যবস্থা আরও জোরদার করতে রাজ্যপাল বিএসএফ-এর কাছ থেকে পরামর্শ চান। দক্ষিণ শালমারা মানকাচরের জেলাশাসক আতিকা সুলতানা এবং অন্যান্য বরিষ্ঠ সরকারি কর্মকর্তাদের এক বৈঠকেও পৌরোহিত্য করেন মুখি। রাজ্যপাল কেন্দ্ৰীয় সরকারের প্ৰকল্পগুলো রূপায়ণে বিশেষ নজর দিতে জেলা প্ৰশাসনের প্ৰতি আহ্বান জানান। মুখি বলেন,সরকারি প্ৰকল্পগুলি জনকল্যাণের স্বার্থেই হাতে নেওয়া হয়েছে। তাই কেন্দ্ৰ ও রাজ্য সরকারের প্ৰকল্পগুলির সার্থক রূপায়ণ হলে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সেইসঙ্গে উপকৃত হবেন জনগণও।

Next Story
সংবাদ শিরোনাম