গুয়াহাটিঃ অসমের রাজ্যপাল(অধ্যাপক)জগদীশ মুখি আগামি ২৪ সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন ডেকেছেন। অসম বিধানসভার প্ৰিন্সিপাল সেক্ৰেটারি এম কে ডেকা একথা জানিয়েছেন। জানানো হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন চলবে আগামি ৫ অক্টোবর অবধি।