অসম সচিবালয় সেবার জন্য ১২৪টি নতুন পদ মঞ্জুর

অসম সচিবালয় সেবার জন্য ১২৪টি নতুন পদ মঞ্জুর
Published on

গুয়াহাটিঃ রাজ্যের অর্থ বিভাগ মঙ্গলবার অসম সচিবালয় সেবার জন্য ১২৪টি নতুন পদ মঞ্জুর করেছে। এই নতুন পদগুলি হলো ২ জন অতিরিক্ত সচিব,৮ জন যুগ্ম সচিব,১৯ জন ডেপুটি সচিব,২১ জন আন্ডার সেক্ৰেটারি,২১ জন সুপারিনটেনডেন্ট এবং ৫৩টি সিনিয়র অ্যাডমিনিস্ট্ৰেটিভ অ্যাসিস্টান্ট। অসম সেক্ৰেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন নতুন পদ সৃষ্টির জন্য অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com