অসম সহ পাঁচ রাজ্যে বেবি শ্যাম্পুর ব্ৰ্যান্ড নিষিদ্ধ করতে বললো এনসিপিসিআর

অসম সহ পাঁচ রাজ্যে বেবি শ্যাম্পুর ব্ৰ্যান্ড নিষিদ্ধ করতে বললো এনসিপিসিআর
Published on

গুয়াহাটিঃ কচিকাঁচা শিশুদের স্বাস্থ্য ও চুলের পরিচর্যার জন্য মায়েরা সাধারণত জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু ব্যবহার করে থাকেন। কিন্তু ন্যাশনাল কমিশন ফর প্ৰোটেকশন অফ চাইল্ড রাইটস(এনসিপিসিআর)অসম ও অন্যান্য চারটি রাজ্যে শিশুদের মাথায় এই ব্ৰ্যান্ডের শ্যাম্পুর ব্যবহার অবিলম্বে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে।

এনসিপিসিআর-এর একজন কর্মকর্তার মতে,জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পুর মান সম্পর্কে রাজস্থান সরকারের তরফ থেকে কমিশনের হাতে একটি রিপোর্ট এসেছে। জয়পুরে থাকা রাজস্থান সরকারের ড্ৰাগ টেস্টিং ল্যাবরেটরি জনসন বেবি শ্যাম্পুর নমুনা পরীক্ষা করার পর এর গুণগত মানে ত্ৰুটি ধরা পড়েছে বলে উল্লেখ করেছে। ওই শ্যাম্পুতে ফরমালডিহাইড এবং অন্যান্য ক্ষতিকারক সামগ্ৰী মিশ্ৰিত থাকার বিষয়টিও পরীক্ষায় ধরা পড়েছে।

গবেষণাগারে পরীক্ষায় বেবি শ্যাম্পুতে ক্ষতিকারক সামগ্ৰী ধরা পড়ায় এনসিপিসিআর অসম,অন্ধ্ৰপ্ৰদেশ,রাজস্থান,মধ্যপ্ৰদেশ ও ঝাড়খণ্ডের মুখ্যসচিবদের সংশ্লিষ্ট রাজ্যগুলিতে জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পুর ব্যবহার অবিলম্বে নিষিদ্ধ করার জন্য বলে পাঠিয়েছে। শিশু অধিকার সংস্থাটি পাঁচ রাজ্যের মুখ্যসচিবদের উদ্দেশে আরও বলেছে,সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এই ব্ৰ্যান্ডের শ্যাম্পুর স্টক মজুত থাকলে তা যেন সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com