অসম হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষার ফল ঘোষিত

অসম হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষার ফল ঘোষিত
Published on

অসম হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফল বৃহস্পতিবার ঘোষণা করা হয়। বিজ্ঞানে শীর্ষ স্থান পেয়েছে হোজাইয়ের আব্দুল হাসিব এইচএস স্কুলের অমর সিং থাপা(৪৮৬)। কলায় সম্প্ৰীতি রাজখোয়া(৪৮৭),রামানুজ জুনিয়র কলেজ নগাঁও।বাণিজ্যে ৪৭৪ নম্বর পেয়ে শীর্ষ স্থান পেয়েছেন রৌনক লোহিয়া,গীতাঞ্জলি জুনিয়র কলেজ,নগাঁও।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com