অস্ত্রধারীদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি সেনা

অস্ত্রধারীদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি সেনা
Published on

এবার থেকে কাশ্মীরের অস্ত্রধারীরা আত্মসমর্পণ না করলে দেখামাত্র গুলি করে দেওয়া হবে। নিরীহ কাশ্মীরিদের পাশে থাকার বার্তা দিয়ে এ ভাবেই অস্ত্রধারীদের বিরুদ্ধে চরম বার্তা দিল সেনা।পাশাপাশি তারা জানিয়েছে পুলওয়ামা হামলার একশো ঘণ্টার মধ্যেই উপত্যকাকে জইশমুক্ত করে দেওয়া হয়েছে।লেফটেন্যান্ট জেনারেল কানওয়ালজিৎ সিংহ ধিলোঁ এই চরম হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশ্মীরি মায়েদের প্রতিও বার্তা দেন ধিলোঁ। তিনি বলেন, “কাশ্মীর সমাজে মায়েদের গুরুত্ব অপরিসীম। আমি সব মায়ের কাছে এই বার্তা দিতে চাই, যে তাঁদের সন্তান যদি জঙ্গি শিবিরে নাম লেখায়, তা হলে তাঁরা যেন দ্রুত তাঁদের সন্তানদের বুঝিয়ে মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসেন।”তিনি বলেন, “অস্ত্রধারীরা আত্মসমর্পণ না করলে তৎক্ষণাৎ তাকে গুলি করা হবে।” সেই সঙ্গে তিনি এ-ও বলেন, “আমরা চাই না সাধারণ কাশ্মীরিদের কোনো ক্ষতি হোক।”উপত্যকা থেকে জঈশের ঘাঁটি মুছে দেওয়া হয়েছে।

একথা বলেও তিনি বলেন, জঈশের কার্যকলাপের সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের যোগসূত্র খুঁজে পেয়েছেন তাঁরা।তিনি বলেন, “হামলার নেপথ্যে যে নেতৃত্ব কাজ করেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। এটা সীমান্তের ওপার থেকেই হয়েছে।”উল্লেখ্য, সোমবার ১৬ ঘণ্টার একটি সংঘর্ষে নিহত হয় পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী-সহ কয়েক জন জঙ্গি। তাদের নিকেশ করতে গিয়ে সংঘর্ষে মৃত্যু হয় কয়েকজন সেনারও।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com