আগরতলাঃ দক্ষিণ ত্ৰিপুরার সাবরুম থেকে পুলিশ রবিবার তিন যুবককে গ্ৰেপ্তার করেছে। এদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্ৰ ও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ‘সাবরুম বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ত্ৰিপুরার একটি শহর। পুলিশ জানিয়েছে এখবর। সাবরুমে একটি গাড়িতে ঘুরে বেড়ানোর সময় পুলিশ যুবক এয়কে আটকায়’। দুটি নাইন এমএম পিস্তল,সাতটি কার্তুজ এবং চারটি লোড করা ম্যাগজিন এদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। সাব ডিভিশনাল পুলিশ অফিসার সব্যসাচী দেবনাথ বলেন,এই তিন যুবক ত্ৰিপুরার বিশালগড়ের বাসিন্দা। বরিষ্ঠ পুলিশ ও গোয়েন্দা কর্তারা যুবকদের অস্ত্ৰ হাতে রাখার উদ্দেশ্য ও তাদের কাজকর্ম সম্পর্কে জেরা চালিয়ে যাচ্ছে।
Begin typing your search above and press return to search.