Begin typing your search above and press return to search.

অ্যাসকার্ড ব্যাংক পুনরুজ্জীবিত করা হবেঃ সোনোয়াল

অ্যাসকার্ড ব্যাংক পুনরুজ্জীবিত করা হবেঃ সোনোয়াল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Sep 2018 1:01 PM GMT

গুয়াহাটিঃ অসমে নব্বইয়ের দশকে অর্থাৎ কংগ্ৰেস জমানায় দেউলিয়া হয়ে পড়া একটি ব্যাংক পুনরুজ্জীবিত করতে চলেছে বর্তমান বিজেপি সরকার। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল আসাম স্টেট কো-অপারেটিভ এগ্ৰিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট(এএসসিএআরডি)অ্যাসকার্ড ব্যাংকটি পুনরুজ্জীবিত করতে স্টেট ইনোভেশন অ্যান্ড ট্ৰ্যান্সফরমেশন আয়োগের(এসআইটিএ)প্ৰস্তাবটির প্ৰতি অনুমোদন জানিয়েছেন বৃহস্পতিবার। জনতা ভবনে এসআইটিএ-র গভর্নিং বডির এক বৈঠকে ব্যাংকটি পুনরুজ্জীবিত করার প্ৰস্তাবে সায় দেন মুখ্যমন্ত্ৰী। বিমুদ্ৰাকরণের পর প্ৰত্যন্ত এলাকায় সরকারি প্ৰকল্পগুলোর ফায়দা উপকৃতদের হস্তান্তরের জন্য ব্যাংকের শাখা বৃদ্ধির প্ৰয়োজনীয়তার কথা উল্লেখ করে সোনোয়াল বলেন,চাহিদা ও প্ৰয়োজনের কথা অনুপুঙ্খভাবে বিবেচনা করে অ্যাসকার্ড ব্যাংক পুনরুজ্জীবিত করা অত্যন্ত জরুরি। কৃষক এবং গ্ৰামাঞ্চলের মানুষজনকে ঋণ দেওয়ার উদ্দেশ্য সামনে রেখেই নব্বই দশকের গোড়াতে অ্যাসকার্ড ব্যাংক স্থাপন করা হয়েছিল। কিন্তু তদানীন্তন কংগ্ৰেস জমানায় প্ৰভাবিত হয়ে আর্থিক প্ৰতিষ্ঠানটি ব্যবসায়ী,রাজনীতিক এবং অন্যান্যদের কোটি কোটি টাকা ঋণ দিয়ে শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে পড়ে।

এদিন যোরহাটের টোকলাই চা গবেষণা প্ৰতিষ্ঠানটি নিয়ে এসআইটিএ-র সঙ্গে মুখ্যমন্ত্ৰীর আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্ৰী অসমের চায়ের জন্য নতুন বাজার সৃষ্টি করতে এবং এই চা উদ্যোগটির পূর্বের গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানান।

Next Story
সংবাদ শিরোনাম