আইন সম্পর্কে জনগণকে স্বল্প সময়ের মধ্যে প্ৰয়োজনীয় শিক্ষাদানের উদ্দেশ্যে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় একটা স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠক্ৰম চালু করেছে।পাঠক্ৰমের উদ্দেশ্য প্ৰশাসনিক,সামাজিক,ব্যক্তিগত ও অন্যান্য প্ৰাসঙ্গিক ক্ষেত্ৰে জড়িয়ে থাকা আইনের মৌলিক ও কার্যকর দিকগুলি সম্পর্কে জনগণের মধ্যে জ্ঞানের আলো বিতরণ করা।পুলিশ কোনও কারণে কোনও ব্যক্তিকে ডেকে পাঠায় তাহলে কী করতে হবে এই পাঠক্ৰম সেই ব্যক্তিকে তা বুঝতে সাহায্য করবে।বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি একথা জানায়।পাঠক্ৰমের সময়কাল ১২ মাস এবং থাকছে দুটো সেমিস্টার।
Begin typing your search above and press return to search.