আক্ৰাসুর বনধে ব্যাহত বঙাইগাঁও,চিরাঙের স্বাভাবিক জীবন

আক্ৰাসুর বনধে ব্যাহত বঙাইগাঁও,চিরাঙের স্বাভাবিক জীবন
Published on

বঙাইগাঁওঃ পৃথক কমতাপুর রাজ্য গঠন এবং তফশিলি উপজাতির মর্যাদার দাবি নিয়ে কোচ রাজবংশী সম্প্ৰদায়ের(আক্ৰাসু)ডাকা ২৪ ঘণ্টার অসম বনধে সোমবার বঙাইগাঁও ও চিরাং জেলার স্বাভাবিক জীবন ব্যাহত হয়। হাট বাজার,শিক্ষা প্ৰতিষ্ঠান ও ব্যাংক ইত্যাদি বন্ধ ছিল। বাণিজ্যিক যান বাহন চলাচল করতে দেখা যায়নি। ছাত্ৰ সংগঠনের কর্মীরা বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে প্ৰতিবাদ জানায়। চিরাঙের চাপাগুড়ি এলাকায় বনধ সমর্থকদের আক্ৰমণে একটি গাড়ির আংশিক ক্ষতি হয়। চাপাগুড়িতে বনধ সমর্থকরা একটি গাড়িতে হামলার চেষ্টা করলে পুলিশ মৃদু লাঠি চার্জ করে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com