Begin typing your search above and press return to search.
আক্ৰাসুর ২৪ ঘণ্টা বনধে অচল ওদালগুড়ি

টংলাঃ কোচ রাজবংশী ছাত্ৰ সংস্থা(আক্ৰাসু),সারা অসম কোচ রাজবংশী মহিলা সম্মিলনী(একেআরএমএস)ও চিলারায় সেনা উপজাতির মর্যাদা এবং কামতাপুর রাজ্য গঠনের দাবিতে শুক্ৰবার রাজ্যব্যাপী ডাকা ২৪ ঘণ্টা বনধে ওদালগুড়ি জেলার বিভিন্ন প্ৰান্তে স্বাভাবিক জীবন স্তব্ধ হয়ে পড়ে। এদিন জেলার বিভিন্ন প্ৰান্তে হাটবাজার,দোকান পাট,সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ থাকে। জেলার প্ৰধান শহর কলাইগাঁও,টংলা,ডিমাকুচি,মাজবাট,খৈরাবারি,রৌতা,হরিশিঙা মাজবাট,পানেরি,ওদালগুড়ি ও রৌতায় বনধের প্ৰভাব ছিল সর্বাত্মক।
Next Story