শিলচরঃ কেন্দ্ৰীয় রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাই এবং ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব শুক্ৰবার আগরতলা-দেওঘর সাপ্তাহিক এক্সপ্ৰেস ট্ৰেনটির আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন। শ্ৰী শ্ৰী ঠাকুর অনুকূল চন্দ্ৰের ভক্ত ও অনুগামীদের দীর্ঘদিনের দাবি ছিল আগরতলা-দেওঘরের মধ্যে সরাসরি ট্ৰেন সেবার ব্যবস্থা করার। অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্ৰী দেব বলেন,এই ট্ৰেনটি ঠাকুরের ১৪ লক্ষ ভক্তের মনোবাসনা পূর্ণ করায় তিনি আনন্দিত।
Begin typing your search above and press return to search.