Begin typing your search above and press return to search.

আগরতলা-দেওঘর সাপ্তাহিক এক্সপ্ৰেস চালু,খুলি সৎসঙ্গের ভক্তরা

আগরতলা-দেওঘর সাপ্তাহিক এক্সপ্ৰেস চালু,খুলি সৎসঙ্গের ভক্তরা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 July 2018 6:53 PM GMT

শিলচরঃ কেন্দ্ৰীয় রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাই এবং ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব শুক্ৰবার আগরতলা-দেওঘর সাপ্তাহিক এক্সপ্ৰেস ট্ৰেনটির আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন। শ্ৰী শ্ৰী ঠাকুর অনুকূল চন্দ্ৰের ভক্ত ও অনুগামীদের দীর্ঘদিনের দাবি ছিল আগরতলা-দেওঘরের মধ্যে সরাসরি ট্ৰেন সেবার ব্যবস্থা করার। অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্ৰী দেব বলেন,এই ট্ৰেনটি ঠাকুরের ১৪ লক্ষ ভক্তের মনোবাসনা পূর্ণ করায় তিনি আনন্দিত।

Next Story
সংবাদ শিরোনাম