আগরতলা বিমান বন্দরে গাঁজা বাজেয়াপ্তঃ ধৃত ১

আগরতলা(ত্রিপুরা): আবারো প্লেনে করে পাচার কালে আগরতলা বিমান বন্দর থেকে বৃহস্পতিবার বিপুল পরিমান গাঁজা বাজেয়াপ্ত হল। একটি বেসরকারী ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে কলকাতায় কিছু পণ্য পাঠানো জন্য রাষ্ট্রায়ত্ব উড়জাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার কার্গোতে আসে।বিস্তারিত খবরে জানা গেছে, কার্গো বিভাগের কর্মী সঞ্জিৎ দেববর্মা রুটিন তল্লাশি এবং এক্সরে করার সময় দেখেন যে প্যাকেট গুলিতে গাঁজা রয়েছে।
মোট ৬টি বড় প্যাকেটের মধ্য দিয়ে গাঁজা গুলি পার্সেল করা হচ্ছিল। এগুলি আগরতলা থেকে কলকাতায় পাঠানো হচ্ছিল বলে জানান তিনি। সাথে সাথে থানায় খবর দেওয়া। ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ কর্মকর্তা ধ্রুব নাথ-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। গাঁজা গুলি জব্দ করে। সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভি্যোগে অমিতাভ দত্ত(৩৪) নামের এক ব্যাক্তিকে আটক করে পুলিশ। জানা গেছে, প্যাকেটে মোট ১৭০কেজি গাঁজা রয়েছে। এর বাজার মূল্য প্রায় ১৭লাখ রুপি। এস ডি পি ও আরও জানান ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সমগ্ৰ বিষয়ে জানার চেষ্টা করছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসায় অমিতাভ দত্ত জানিয়েছে এই গাঁজা গুলি বাপী চৌধুরীর। পুলিশ বাপী চৌধুরীকে খোঁজছে।