
ভারতীয় জনতা পার্টির(বিজেপি)দুলিয়াজান বিধানসভা কেন্দ্ৰের বিধায়ক তেরস গোয়ালা আচমকা পদত্যাগ করায় সর্বত্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসম সরকার সোমবার নিগম ও বোর্ডের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে যে নিযুক্ত দিয়েছে তাতে অনিয়মের অভিযোগ তুলে বিধায়ক গোয়ালা পদত্যাগ করেছেন।
শদিয়া বিধানসভা কেন্দ্ৰের বিজেপি বিধায়ক বলিন চেতিয়াকে অসম গ্যাস কোম্পানির অধ্যক্ষ হিসেবে নিয়োগ করার প্ৰতিবাদে গোয়ালা ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। রাজ্য সরকার সোমবার বলিন চেতিয়াকে অসম গ্যাস কোম্পানির অধ্যক্ষ হিসেবে নিয়োগ করে।
গোয়ালা ইতিমধ্যেই দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে। দুলিয়াজানের বিধায়ক গোয়ালা তাঁর ইস্তফাপত্ৰ ইতিমধ্যেই মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের কাছে পাঠিয়ে দিয়েছেন। গোয়ালার পদত্যাগপত্ৰ মুখ্যমন্ত্ৰী মেনে নেবেন কি না বা এব্যাপারে কী ব্যবস্থা নেবেন তা সময়ে বোঝা যাবে।