আজ গুয়াহাটি আসছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল

আজ গুয়াহাটি আসছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল
Published on

গুয়াহাটির সুদৃশ্য বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বহু প্ৰতীক্ষিত একদিনের ক্ৰিকেট ম্যাচটির জন্য মাঝে আর মাত্ৰ পাঁচটা দিন। ২১ অক্টোবর অনুষ্ঠেয় এই এক দিবসীয় ম্যাচে অংশ নিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা আজ গুয়াহাটি এসে পৌঁছবেন। হায়দরাবাদ থেকে বিশেষ বিমানে এখানে আসছে দুটো দল। উভয় দলের জন্য জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে অধিনায়ক বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া আসছেন ১৭ অক্টোবর। গুয়াহাটির এই ম্যাচের ধারা ভাষ্যকার হিসেবে আসছেন সুনীল গাভাসকর ও কপিল দেব। এই ম্যাচে দর্শকের আসন অলংকৃত করবেন ক্ৰিকেটের ঈশ্বর শচিন টেণ্ডুলকর,প্ৰাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি,সঞ্জয় মঞ্জরেকর ও বীরেন্দ্ৰ শেহবাগ। অসম ক্ৰিকেট সংস্থা ম্যাচের জন্য যাবতীয় প্ৰস্তুতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে নিচ্ছে।

উল্লেখ্য,বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচ ঘিরে ক্ৰিকেট প্ৰেমীদের ক্ৰিকেট জ্বরে আক্ৰান্ত হওয়ার লক্ষণ পরিলক্ষিত হচ্ছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com