আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় একদিবসীয় ম্যাচ

ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এক দিবসীয় সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ অন্ধ্ৰপ্ৰদেশের বিশাখাপট্টনমে অনুষ্ঠিত হচ্ছে। গুয়াহাটির অত্যাধুনিক বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত প্ৰথম একদিনের ম্যাচে ভারত সহজেই হারিয়ে দিয়েছিল ক্যারিবীয় বাহিনিকে। পাঁচ ম্যাচের একদিবসীয় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট ব্ৰিগেড। গুয়াহাটিতে অনুষ্ঠিত ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্ৰথম ম্যাচে ভারত অতিথি দলকে ৮ উইকেটকে হারিয়ে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল।
ভারত অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে ক্যারিবিয়ান বাহিনীকে ব্যাটিঙের জন্য আমন্ত্ৰণ জানিয়েছিলেন। ইন্ডিজ দলের সিমরন হেটমেয়ারের শতক এবং কিরণ পাওয়েলের অর্ধশতরানের সাহায্যে নির্ধারিত ৫০ ওভারে ৩২২ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। ঘরোয়া দর্শকদের সামনে ৩২৩ রানের বিশাল লক্ষ্যের পিছনে তাড়া করে টিম ইন্ডিয়া শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে কিছুটা সংকটের মুখে পড়লেও কোহলি ও রোহিত শর্মা জুটির সেঞ্চুরির দৌলতে ভারতের বিজয়ের পথ প্ৰশস্ত হয়ে গিয়েছিল।