আজ মহাষষ্ঠী,মাতৃ বন্দনায় প্ৰস্তুত রাজ্যবাসী

গুয়াহাটিঃ আজ মহাষষ্ঠী। সন্ধ্যায় বোধন পর্ব দিয়ে রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুর্গোৎসব। পূজাকে কেন্দ্ৰ করে রাজ্যবাসীর মধ্যে উৎসাহে কোনও খামতি নেই। মহানগরীর অধিকাংশ বারোয়ারি পুজো কমিটি লক্ষ লক্ষ টাকার বাজেট নিয়ে পুজোর মণ্ডপ,মূর্তি গড়েছে। সঙ্গে থাকছে আলোর বাহার। অধিকাংশ পুজো কমিটি প্ৰস্তুতির পালা গুটিয়ে এনেছে। রবিবার পঞ্চমীর সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে পৌঁছে গেছে প্ৰতিমা।
শহরের কিছু কিছু মণ্ডপ পঞ্চমীর রাতেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। থিম ও সাবেকি পুজোর মেল বন্ধনে মহানগরী এখনও মাতোয়ারা। কিছু কিছু মণ্ডপে আজ সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাবে প্ৰতিমা। মালিগাঁও রেস্টক্যাম্প,রিহাবাড়ি বিলপার,বেলতলা লক্ষীমন্দির,আটগাঁও,কুমারপাড়া,ফ্যান্সিবাজার,পানবাজার,দিশপুর দুর্গামন্দির সহ বিভিন্ন পুজো মণ্ডপ সেজে উঠেছে মাতৃ আরাধনায়। গুয়াহাটি ছাড়াও রাজ্যের ডিব্ৰুগড়,যোরহাট,গোলাঘাট,তিনসুকিয়া,তেজপুর,নগাঁও,কোকরাঝাড় সহ বিভিন্ন শহর ও গ্ৰামে পুজোর প্ৰস্তুতি এখন তুঙ্গে।