গুয়াহাটিঃ মহান অসমিয়া ধর্মগুরু,পণ্ডিত,কবি,নাট্যকার,সমাজ সংস্কারক এবং অসমে বৈষ্ণব আন্দোলনের পুরোধা মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের জন্মবার্ষিকী আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে। শংকরদেব এমনই এক ব্যক্তিত্ব যিনি অসমে ভক্তি আন্দোলনে প্ৰেরণা জুগিয়েছিলেন। নব বৈষ্ণব আন্দোলন একশরণ নাম ধর্মের মাধ্যমে অসমের মানুষকে এক সুতোয় বেঁধেছিলেন তিনি। মহাপুরুষ শংকরদেবকে আড়ালে রেখে অসমের সভ্যতা,সংস্কৃতি কল্পনাই করা যায় না। অসমিয়া ভাষা,সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। অসংখ্য কবিতা,নাটক(অঙ্কিয়া নাট)এবং বরগীত ও ভটিমার মতো সংগীত লিখে পুরো জাতিকে সমৃদ্ধ করে গেছেন তিনি। অসমে সত্ৰীয়া সংস্কৃতি,সত্ৰীয়া নৃত্যেরও প্ৰতিষ্ঠাতা মহাপুরুষ শংকরদেব। তাঁর উদ্ভাবিত সত্ৰীয়া নৃত্য শৈলি ভারতীয় শাস্ত্ৰীয় নৃত্যের মধ্যে একটি। মহাপুরুষের জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন নামঘরে প্ৰার্থনা সভা ও অন্যান্য ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের জন্মবার্ষিকী

Next Story