Begin typing your search above and press return to search.

আত্মতুষ্টি নয়, লড়াই চালিয়ে যেতে হবে :লুরিনজ্যোতি

আত্মতুষ্টি নয়, লড়াই চালিয়ে যেতে হবে :লুরিনজ্যোতি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 Jan 2019 12:57 PM GMT

গুয়াহাটি :আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ নাগরিকত্ব (সংশোধনী )বিল ২০১৬ বুধবার রাজ্যসভায় পাস্ না হওয়ায় অসমের জনগণকে আত্মতুষ্টিতে ভোগা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন। কারণ কেন্দ্র এই বিলটি সংসদের পরবর্তী অধিবেশনে রাজ্যসভায় উত্থাপন করতে পারে। তাই অসমের জনগণকে এব্যাপারে সজাগ থাকেতে হবে। বিলের বিরুদ্ধে লড়াই চলবে -বলেন গগৈ। বৃহস্পতিবার সেন্টিনেলকে আসু নেতা বলেন ,"কেন্দ্র নাগরিক বিল রাজ্যসভায় পাস্ না করলেও আমরা রাজ্যের জনগণকে আত্মতুষ্টিতে মগ্ন না হওয়ার আবেদন জানাচ্ছি। বিজেপি এমন একটা সাম্প্রদায়িক দল যারা পেছনের দরজা দিয়ে বিলটি আনতে পারে। যদি সেটা নাও পারে তাহলে অর্ডিন্যান্স জারি করে নিজেদের উদ্দেশ্য পূরণের চেষ্টা যে চালাবে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ৩১ জানুয়ারি ফের বসছে সংসদের অন্তর্বর্তী অধিবেশন। ওই সময় বিলটি পেস করার সম্ভাবনা আছে। তাই আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না "-বলেন গগৈ। তিনি আরো বলেন ,বিজেপি শুধু ভোটই চায় এবং একান্ত ভোটের জন্যই বিলটি সংসদে তোলা হয়েছে। অসমিয়াদের ভবিষ্যৎ নিয়ে তাঁদের মাথাব্যথা নেই।এই বিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে আর এরজন্য চাই রাজ্যবাসীর অকুন্ঠ সমর্থন।

Next Story
সংবাদ শিরোনাম