আধার প্ৰক্ৰিয়া নিয়ে কামরূপ(মেট্ৰো)জেলাশাসকের কার্যালয়ে বৈঠক

গুয়াহাটিঃ কামরূপ(মেট্ৰো)জেলায় আধার-এ নাম অন্তর্ভুক্তির প্ৰসঙ্গ নিয়ে শুক্ৰবার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে একটি গুরুত্ত্বপূর্ণ বৈঠকে অনুষ্ঠিত হয়। জেলাশাসক বীরেন্দ্ৰ মিত্তাল তাঁর ভাষণে আধারে নাম অন্তর্ভুক্তি নিয়ে এর সঙ্গে জড়িত পরীক্ষক ও কারিগরি কর্মীদের যথাযথ গুরুত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেলায় প্ৰস্তাবিত ৪২টি আধার কেন্দ্ৰে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ,নেট যোগাযোগ,মনোহারি সামগ্ৰী ও আসবাবপত্ৰ সরবরাহের ওপরও গুরুত্ব দেন তিনি। ‘এব্যাপারে গোটা অসমে আমাদের রোল মডেল হতে হবে’-বলেন জেলাশাসক। জেলা পরিষদের সিইও,আধার কার্ড এনরোলমেন্টের নোডাল আফিসার,অতিরিক্ত জেলাশাসক গুণজিত কাশ্যপ,এপিডিসিএল,বিএসএনএল,ব্যাংক,৪২ জন ভ্যারিফায়ার ও ৪২ জন কারিগরি সুপারভাইজরের উপস্থিতিতে আধার প্ৰক্ৰিয়া শুরু করা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২২টি আধার কেন্দ্ৰ জেলার গ্ৰামাঞ্চলে এবং ২০টি মহানগরে খোলা হবে।