‘আধার বায়োমেট্ৰিক ডাটা কখনওই হ্যাক করা যাবে না’

‘আধার বায়োমেট্ৰিক ডাটা কখনওই হ্যাক করা যাবে না’
Published on

পানাজিঃ আধারের বায়োমেট্ৰিক ডাটা সহস্ৰবার চেষ্টা করেও কেউ তা হ্যাক করতে পারবে না। তথ্য প্ৰযুক্তি বিভাগের কেন্দ্ৰীয় মন্ত্ৰী রবিশঙ্কর প্ৰসাদ রবিবার ডাটা স্টোরেজ ব্যবস্থা ‘সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত’ বলে উল্লেখ করার সময় একথা বলেন। ‘এই সিস্টেমে আমার আঙুলের ছাপ এবং আইরিশ স্ক্যান অর্থাৎ চোখের মণির লাল অংশ নিরাপদ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে,যা লক্ষবার চেষ্টা করেও ভাঙা যাবে না’।–এখানে এক অনুষ্ঠানে প্ৰসাদ একথা বলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com