Begin typing your search above and press return to search.

আনন্দরাম বরুয়া পুরস্কার পেলেন জুবিন

আনন্দরাম বরুয়া পুরস্কার পেলেন জুবিন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 Sep 2018 1:01 PM GMT

পাঠশালাঃ জনপ্ৰিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে আনন্দরাম বরুয়া পুরস্কার দিয়ে সম্মানিত করল পাঠশালার আনন্দরাম বরুয়া অ্যাকাডেমি। বুধবার শিক্ষক দিবসের দিন প্ৰতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি তুলে দেওয়া হয় শিল্পীর হাতে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে নগদ এক লক্ষ টাকা,একটি মানপত্ৰ,গামোছা,সেলেং চাদর,একগুচ্ছ বই এবং প্ৰতিষ্ঠানের একটি মেমেন্টো। পুরস্কার গ্ৰহণ করে জুবিন বলেন,আনন্দরাম বরুয়ার জীবনীর ওপর তিনি একটা ছবি করবেন।

Next Story
সংবাদ শিরোনাম