আন্তর্জাতিক ক্ৰিকেট থেকে অবসর নিলেন ডোয়াইন ব্ৰেভ

ক্যারিবিয়ান ক্ৰিকেট দলের অল রাউন্ডার ডোয়াইন ব্ৰেভ আন্তর্জাতিক ক্ৰিকেট থেকে অবসর গ্ৰহণের কথা ঘোষণা করেছেন। তবে বিশ্বের বিভিন্ন প্ৰান্তে টি-২০ ক্ৰিকেট প্ৰতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন ব্ৰেভ। ৩৫ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের এই খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল ২০০৪ সালে। দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালে। সেবার পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে অবতীর্ণ হয়েছিলেন তিনি।
এপর্যন্ত ক্যারিবিয়ান দলের এই অল রাউন্ডার দেশের হয়ে ৪০টি টেস্ট,১৬৪টি এক দিবসীয় এবং ৬৬টি টি-২০ ম্যাচে অংশ নিয়েছেন। ব্ৰেভ টেস্টে গড়ে ৩১.৪২ রানের মাধ্যমে মোট ২২০০ রান,এক দিবসীয়তে ২৯৬৮ রান,যার গড় ২৫.৩৬ এবং বল হাতে ১৯৯টি উইকেট দখলে সক্ষম হয়েছেন। ব্ৰেভের স্লো ডেলিভারি এবং মাঠে তাঁর প্ৰদর্শন প্ৰত্যেক ক্ৰিকেট প্ৰেমীরই মন ভরিয়েছে। ভারতের জনপ্ৰিয় ক্ৰিকেট লিগ ইন্ডিয়ান প্ৰিমিয়ার লিগের সেরা দল চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় ব্ৰেভ।