আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬,আহত ৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬,আহত ৩
Published on

আফগানিস্তানের বৃহত্তম কারাগারের গেটের সম্মুখে বুধবার এক অতর্কিত আত্মঘাতী বোমা হামলায় ৬ ব্যক্তি নিহত এবং অন্যান্য ৩ জন আহত হন। তবে কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। যে ব্যক্তিটি শরীরে বোমা বেঁধে এই বিস্ফোরণ ঘটিয়েছে সেই আত্মঘাতীর শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্ৰকের মুখপাত্ৰ নাজিব দানিস বলেছেন,আক্ৰমণকারী কাবুলের পুল-ই-চারখি কারাগারের একজন কর্মচারীর গাড়ির সামনে নিজের শরীরে বেঁধে আনা বোমাটি বিস্ফোরণ ঘটায়। একজন সরকারি কর্মকর্তা বলেন,আক্ৰমণকারী জেলের গেটের কাছে থামিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরণটি ঘটায়,গাড়িটি কারাগার চত্বরে ঢোকার আগেই। কারাগারের গেটের সামনে থাকা গাড়িতে মহিলা নিরাপত্তা কর্মী ছিলেন। আত্মঘাতী বোমা বিস্ফোরণে তারা মারা যান। উল্লেখ্য,পুল-ই-চারখি কারাগারে বেশকিছু তালিবান জঙ্গি সহ শতাধিক কয়েদি রয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com