Begin typing your search above and press return to search.

আবসুর প্ৰতিষ্ঠা দিবস পালন,বোড়োল্যান্ড রাজ্যের দাবি

আবসুর প্ৰতিষ্ঠা দিবস পালন,বোড়োল্যান্ড রাজ্যের দাবি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Feb 2019 12:57 PM GMT

কোকরাঝাড়ঃ নিখিল বোড়ো ছাত্ৰ সংস্থা(আবসু)শুক্ৰবার গোলাঘাট জেলার উরিয়ামঘাটে তাদের ৫২তম প্ৰতিষ্ঠা দিবস পালন করেছে,দিনব্যাপী কর্মসূচিতে। একটা শান্তিপূর্ণ ও দায়িত্বশীল সমাজ গড়ার জন্য আবসু এদিন হিংসা মুক্ত রাষ্ট্ৰ ও বিশ্ব গড়ার জন্য সকলের প্ৰতি আহ্বান জানায়। সেইসঙ্গে কেজি থেকে পিজি পর্যন্ত গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করারও আহ্বান জানায় তারা।

ছাত্ৰ সংগঠনটি বোড়োল্যান্ড রাজ্য গঠনের দাবিটির স্থায়ী সমাধানেরও দাবি জানিয়েছে। প্ৰস্তাবিত বোড়োল্যান্ড এলাকার বাইরে অসমের বিভিন্ন স্থানে বসবাসকারী বোড়োদের জমি ও রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করা ছাড়াও বিটিসি চুক্তির ৮ নম্বর শর্ত রূপায়ণ এবং কার্বি আংলং ও ডিমা হাসাওয়ে বসবাসকারী বোড়োদের এসটি(এইচ)মর্যাদা দেওয়ারও দাবি জানিয়েছে আবসু। অসমের সব উপজাতি মানুষের সার্বিক সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করারও দাবি জানিয়েছে তারা।

বোড়োল্যান্ড আন্দোলনে আত্মাহুতি দেওয়া শহিদ এবং জম্মু ও কাশ্মীরে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান মনেশ্বর বসুমতারির প্ৰতি শোক ব্যক্ত করা হয় আবসুর সভায়। কাশ্মীরে ফিদায়েঁ হামলায় নিহত প্ৰায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের মধ্যে অসমের মনেশ্বরও একজন।

সিডব্লিউসি-র সভায় আবসু ২০১৪ সালে নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্ৰতিশ্ৰুতি অনু্যায়ী কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে একটা সুষ্ঠু নীতি গ্ৰহণ করে বোড়োল্যান্ড ইস্যু সমাধান করার দাবি জানিয়েছে। বোড়োল্যান্ড ইস্যুর স্থায়ী সমাধানে পৌঁছার আগে ত্ৰিপাক্ষিক বৈঠক ডাকার জন্যও কেন্দ্ৰকে অনুরোধ করেছে আবসু। প্ৰস্তাবিত বোড়োল্যান্ডের বাইরে বসবাসকারী বোড়োদের সংবিধানিক ও রাজনৈতিক রক্ষাকবচের ব্যবস্থা করার পাশাপাশি কার্বি আংলং ও ডিমা হাসাওয়ে বসবাসকারী বোড়োদের পাহাড়ি উপজাতির মর্যাদা দেওয়ারও দাবি জানিয়েছে বোড়ো ছাত্ৰ সংগঠনটি।

Next Story
সংবাদ শিরোনাম