Begin typing your search above and press return to search.

আমলা পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটালো রাজ্য সরকার

আমলা পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটালো রাজ্য সরকার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Jan 2019 10:31 AM GMT

গুয়াহাটিঃ অসম সরকার মঙ্গলবার আমলা পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটিয়েছে। এই রদবদল অনু্যায়ী কামরূপ মেট্ৰোর জেলাশাসক বীরেন্দ্ৰ মিত্তালকে বদলি করে দিশপুর গৃহ ও রাজনৈতিক বিভাগের সচিব পদে বহাল করা হয়েছে। ওদিকে নগাঁওয়ের জেলাশাসক বিশ্বজিৎ পেগুকে কামরূপের(মেট্ৰো)জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে।

ডিব্ৰুগড়ের জেলাশাসক লয়া মাদুরীকে বহাল করা হয়েছে কাছাড়ের জেলাশাসক পদে। যোরহাটের জেলাশাসক নারায়ণ কোঁয়রকে বদলি করে শ্ৰম বিভাগের কমিশনার পদে বহাল করা হয়েছে। ওদিকে কাছাড়ের জেলাশাসক ড.এস লক্ষণনকে শিবসাগরের জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে। ধেমাজির জেলাশাসক রোশনি আপারানজিকে বহাল করা হয়েছে যোরহাটের জেলাশাসক হিসেবে। এছাড়া হাইলাকান্দির জেলাশাসক আদিল খানকে বঙাইগাঁওয়ের জেলাশাসক,হোজাইয়ের জেলাশাসক মানবেন্দ্ৰ প্ৰতাপ সিংকে ধেমাজি এবং শিবসাগরের জেলাশাসক পল্লব গোপাল ঝাকে ডিব্ৰুগড়ের জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

মুখ্যসচিবের স্টাফ অফিসার জে কীর্তিকে বদলি করে হাইলাকান্দির জেলাশাসক পদ দেওয়া হয়েছে। নগর উন্নয়ন এবং জিডিডি-র যুগ্ম সচিব পাওয়ার নরসিং সাম্বাজিকে বদলি করে শোণিতপুরের জেলাশাসক পদ দেওয়া হয়েছে। করিমগঞ্জের অ্যাডিশনাল কমিশনার এমপি আম্বামুথানকে বদলি করে মুখ্যসচিবের স্টাফ অফিসার হিসেবে বহাল করা হয়েছে। দরঙের জেলাশাসক অশোক কুমার বর্মনকে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অ্যাডিশনাল সেক্ৰেটারির দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। সচিব ও কমিশনার পদের আরও বেশ কজন আধিকারিককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম