আমার সরকারের অধীনে অসম নিরাপদেই থাকবেঃ মুখ্যমন্ত্ৰী

লখিমপুরঃ ‘রাজ্যে বিজেপি সরকারের লক্ষ্য হচ্ছে দুর্নীতি,দূষণমুক্ত এবং বিদেশি ও সন্ত্ৰাস মুক্ত অসম গড়া। কিন্তু এখন বিভিন্ন লবি এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে। জাতীয়তাবাদের মন্ত্ৰে উদ্বুদ্ধ হয়েই আমি মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব নিয়েছিলাম। আমি কখনোই সেটা ভুলে যাবো না। অসম চিরকার নিরাপদেই থাকবে। এনিয়ে রাজ্যের মানুষকে দুশ্চিন্তায় ভোগার কোনও কারণ নেই’। নাগরিকত্ব সংশোধনী বিল’২০১৬-র পক্ষে অবস্থান নেওয়ায় একাংশ সমালোচক তাঁর বিরুদ্ধে যে আক্ৰমণ শানিয়েছেন তাদের জবাব দিতে গিয়েই মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার উত্তর লখিমপুরে উল্লিখিত বিবৃতি দেন। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির চাঁচাছোলা সমালোচনা করে সোনোয়াল বলেন,ওই শক্তিগুলি সমাজে বিভেদের বীজ বপন করতে চাইছে,চাইছে অশান্তি ছড়াতে। মুখ্যমন্ত্ৰী জোরের সঙ্গে বলেন,ওই সব শক্তির কাছে তাঁর সরকার মাথা নোয়াবে না।
এর আগে মুখ্যমন্ত্ৰী বৃহস্পতিবার লখিমপুরে পৌঁছলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের(অজাযুছাপ)কর্মী,সমর্থকরা প্ৰতিবাদ স্বরূপ সোনোয়ালকে কালো পতাকা ও প্ল্যাকার্ড দেখায়। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র পক্ষে সরকারের অবস্থান,এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ায় বিলম্ব,উন্নয়নমূলক কাজে সরকারি প্ৰশাসন যন্ত্ৰের উদাসীনতা,জেলায় পথঘাটের জীর্ণ দশা ও অন্যান্য কিছু ইস্যুর প্ৰতিবাদেই এই বিক্ষোভ প্ৰদর্শন করে অজাযুছাপ।
মুখ্যমন্ত্ৰী এদিন উত্তর লখিমপুর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে হস্ততাঁত শিল্প সম্মেলনের উদ্বোধন করেন। হস্ততাঁত ও বস্ত্ৰ শিল্প বিভাগের ডিরেক্টরেট এই সম্মেলনের আয়োজন করেছে। লখিমপুর,ধেমাজি,মাজুলি ও বিশ্বনাথের হস্ততাঁত শিল্পীরা এতে অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্ৰী এদিন হস্ততাঁত শিল্পীদের হাতে আর্থিক অনুদানও তুলে দেন। সম্মেলনে রাজ্যের হস্ততাঁত ও বস্ত্ৰ শিল্প দপ্তরের মন্ত্ৰী রঞ্জিত দত্ত হস্ততাঁত শিল্পীদের স্বার্থে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্ৰকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন,রাজ্যে কর্মরত ৪০,০০০০০ তাঁতির কল্যাণে তাঁর বিভাগ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এজাতীয় পরিকল্পনার অংশ হিসেবে বিভাগের অধীনে মরানের তেলিয়াপথার ও মাজুলির সীতাধরে দুটি মডেল ভিলেজ স্থাপন করা হবে। গরিব তাঁতিরা যাতে বাজার থেকে ২০ শতাংশ কম দামে সুতো কিনতে পারেন তার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে ২৭টি সুতো ব্যাংক স্থাপন করা হবে বলে জানান দত্ত। তিনি আরও বলেন ১ লক্ষ উর্ত্তীর্ণ প্ৰশিক্ষার্থীকে তাঁতশাল ও অন্যান্য সামগ্ৰী কেনার জন্য ২৫ হাজার টাকা করে অনুদান সাহায্য দেওয়ার লক্ষ স্থির করেছে তাঁত বিভাগ।