গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আজ অরুণাচলের পাশিঘাটে এক নির্বাচনী সভায় বলেন,তিনি নিজেই জনগণের একজন সেবক। ‘এই সেবক সবসময়ই আপনাদের সেবায় প্ৰস্তুত। আমি চেষ্টা করছি বিভিন্ন ক্ষেত্ৰে উন্নতি সাধনের। শুধুমাত্ৰ কোনও একটা বিষয়ে আমরা প্ৰতিশ্ৰুতি দিতে চাই না এবং সেটাকে দীর্ঘায়িত করার পক্ষপাতী আমরা নই’।
মোদি বলেন,মানুষের জীবন সহজ করে তুলতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। ‘আমরা বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়েছি এবং মিথ্যে প্ৰতিশ্ৰুতি না দিয়ে কৃষকদের কল্যাণে কাজ করছি’।
প্ৰধানমন্ত্ৰী আরও আশ্বাস দিয়ে বলেন,তাদের লক্ষ্য হচ্ছে উত্তরপূর্বাঞ্চল ও অরুণাচলকে পূর্ব এশিয়ার প্ৰবেশদ্বার হিসেবে গড়ে তোলা। এই উদ্দেশ্যে তিনি এবং তাঁর সহযোগীরা আজ পাশিঘাটে উপস্থিত হয়েছেন। তিনি বলেন,এই নির্বাচন হচ্ছে প্ৰতিশ্ৰুতি আর অভিপ্ৰায়ের মধ্যে।
মোদি বলেন,একটা পরিবার ৫৫ বছর দেশ শাসন করেছে। কিন্তু তারা কখনোই এটা দাবি করতে পারবে না যে যা কিছু করা প্ৰয়োজন ছিল,তা তারা করে দেখিয়েছে। প্ৰধানমন্ত্ৰী বলেন,‘তিনি কখনোই এমনটা দাবি করতে চান না। তবে সব চ্যালেঞ্জ নিতে এবং তার মোকাবিলা করতে তিনি সবসময় প্ৰস্তুত’।
প্ৰধানমন্ত্ৰী বলেন,স্বাধীনতার ৭০ বছর পর অরুণাচল প্ৰদেশের সব গ্ৰামে বৈদ্যুতিক আলো পৌঁছেছে। তিনি আরও বলেন,তিনি আজ যেখানে সমাবেশ করলেন সেই স্থানটি একটা বিশাল স্টেডিয়ামে পরিণত হয়েছে। অথচ এরআগে যখন তিনি এখানে এসেছিলেন তখন ওই স্টেডিয়াম ছিল না।
কংগ্ৰেসের সমালোচনা করে প্ৰধানমন্ত্ৰী বলেন,তারা উত্তর পূর্বাঞ্চলকে এখানে এবং দিল্লিতে কোনও গুরুত্ব দেয়নি। একমাত্ৰ অটলবিহারী বাজপেয়ী উত্তর পূর্বের জন্য পৃথক মন্ত্ৰক গঠন করেছিলেন। দেশের দুর্ভোগ দেখেও কংগ্ৰেস শুধু ভোট ব্যাংকই সামলেছে-বলেন মোদি।
কংগ্ৰেসের ইস্তাহারের সমালোচনা করে প্ৰধানমন্ত্ৰী বলেন,এই ইস্তাহারে দুর্নীতি ছোয়া রয়েছে এবং এতে মিথ্যের বেসাতি পাওয়া হয়েছে। এটাকে ইস্তাহার না বলে ভন্ডামির নথি বলাই শ্ৰেয়-বলেন মোদি।
লেন মোদি।