আমি পাহারাদার থাকাকালে দুর্নীতিকে আমল দেবো নাঃ মোদি

ত্ৰিছুড়(কেরেলা): যে সব ব্যক্তি দেশকে লুটছে তাদের কখনোই ছেড়ে কথা বলা হবে না। অর্থনৈতিক অপরাধীদের কড়া বার্তা শুনিয়ে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বলেছেন,দেশের অর্থ যারা লুটছে তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। এখানে রাজ্য যুব মোর্চার এক সভা উদ্বোধন করে মোদি বলেন,বিরোধীরা আমাকে চৌকিদার আখ্যা দিয়েছে। ‘তাই আমি যতদিন দিল্লিতে চৌকিদার হিসেবে আছি,ততদিন দুর্নীতি,ঘুষখোরদের কোনও আমল দেবো না’। দেশের ঐক্য,সংহতিতে কেউ আঁচড় দেওয়ার চেষ্টা করলেও তা আদৌ বরদাস্ত করা হবে না’-দলীয় কর্মীদের সমাবেশে বলেন মোদি।
বিরোধী শক্তিগুলি তাঁর বিরুদ্ধে যেভাবে বিদ্বেষ ও ঘৃণার বীজ বোনার চেষ্টা করছে যে সম্পর্কে মুখ খুলে প্ৰধানমন্ত্ৰী তাদের উদ্দেশে বলেন,‘আপনারা আমার বিরুদ্ধে যা খুশি অপপ্ৰচার চালান না কেন তাতে আমি কুণ্ঠিত নই। তবে কৃষক,যুবক ও সমাজের গরিব মানুষকে ভুলপথে চালিত করবেন না এবং এই মহান দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। বাধা দেবেন না দেশের অগ্ৰগতিতে’-বলেন প্ৰধানমন্ত্ৰী। ‘বিরোধীরা সিবিআই,সশস্ত্ৰ বাহিনী,পুলিশ,ক্যাগ এবং এমনকি নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। এই সব সংস্থা তাদের কাছে ভুল,একমাত্ৰ তারাই সঠিক বলে নিজেদের জাহির করছে’।
আসন্ন লোকসভা ভোটের আগে বিরোধী দলগুলির মহাজোট গড়ার প্ৰয়াসকে কটাক্ষ করে প্ৰধানমন্ত্ৰী বলেন,দুর্নীতির বিরুদ্ধে তার সরকার কড়া অবস্থান নেওয়ায় সেটা বিরোধীদের সহ্য হচ্ছে না। দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্ৰীয় সরকারের শূন্য সহিষ্ণু নীতিই বিরোধীদের একজোট হতে বাধ্য করছে বলে তিনি উল্লেখ করেন।