উত্তর প্ৰদেশের আমেথি লোকসভা কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী স্মৃতি ইরানি কংগ্ৰেস প্ৰার্থী রাহুল গান্ধীর বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। স্মৃতি সুপুর প্ৰায় ১টা পর্যন্ত ৬২,৫২৪ ভোট পেয়ে এগিয়ে গেছেন। রাহুল এপর্যন্ত পেয়েছেন ৫৯,৮৩৬ ভোট।