আরজি বরুয়া পথ-গণেশগুড়ি সংযোগী উড়াল সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বুধবার গুয়াহাটি মহানগরীর আরজি বরুয়া পথ থেকে গণেশগুড়ি চারালির বিষ্ণুরাভা উড়াল সেতু সংযোগী একটি নতুন উড়াল সেতুর শিলান্যাস করেন। ৪৭৬ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করবে রাজ্য পূর্ত বিভাগ। এটি নির্মাণে ব্যয় হবে ৬৮.৭৬ কোটি টাকা।
এ উপলক্ষে বক্তব্য রেখে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বলেন,উড়াল সেতুটি গড়ে উঠলে মহানগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গণেশগুড়িতে যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে। সোনোয়াল বলেন,গুয়াহাটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির প্ৰবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্য স্থির করেছে সরকার। আর একথা মাথায় রেখেই রাজধানী শহর গুয়াহাটিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক প্ৰকল্প হাতে নেওয়া হয়েছে। বলেন,শহরের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন,সৌন্দর্যবর্ধন ও আধুনিকীকরণে একাধিক প্ৰকল্পকে বাস্তব রূপ দেওয়া হচ্ছে। মহানগরীতে বসবাসকারী মানুষের জীবনের মান উন্নত করার লক্ষ্যেই এমন সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রাজ্য সরকারের এসব উন্নয়নমুখী পদক্ষেপের জন্য রাজ্যে পর্যটক আগমনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তিনি রাজ্যের জনগণকে আতিথেয়তার মান ধরে রাখার আবেদন জানান। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাও। শর্মা বলেন,উড়াল সেতুটি গড়ে উঠলে আরজিবি রোড থেকে খানাপাড়া এবং উলুবাড়ি থেকে আরজিবি রোড অবধি অবাধ যানবাহন চলাচলের সুবিধা হবে। এরফলে যানজট ৩৫ শতাংশ পর্যন্ত হ্ৰাস পাবে।