আরজেডি প্ৰধান লালুপ্ৰসাদ যাদবের আত্মসমর্পণ আদালতে

আরজেডি প্ৰধান লালুপ্ৰসাদ যাদবের আত্মসমর্পণ আদালতে
Published on

ঝাড়খন্ড হাইকোর্ট রাষ্ট্ৰীয় জনতা দল(আরজেডি)প্ৰধান তথা কোটি টাকার পশু খাদ্য কেলেংকারিতে দোষী সাব্যস্ত লালু প্ৰসাদ যাদবকে ৩০ আগস্ট আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের ওই নির্দেশ অনুযায়ী বিহারের এই রাজনৈতিক নেতা বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন। বিশেষ আদালতে আত্মসমর্পণের জন্য লালু প্ৰসাদ একদিন আগেই পাটনা থেকে ঝাড়খন্ডে গিয়ে পৌঁছন। বিশেষ আদালতের বিচারপতি এসএস প্ৰসাদের কাছে আত্মসমর্পণ করেন লালু। আরজেডি প্ৰধানের আইনজীবী প্ৰভাত কুমার আদালতে তাঁর মক্কেল লালু প্ৰসাদ বিভিন্ন রোগে ভুগছেন বলে জানান। এরপরই বিচারপতি বীরসা মুন্ডা জেলের ডাক্তারদের লালুর চিকিৎসার ব্যাপারে শলা পরামর্শের নির্দেশ দেন।

বিচারপতি আরও বলেন,রাজেন্দ্ৰ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডাক্তার উমেশ প্ৰসাদ লালুর চিকিৎসা করতে পারবেন। এর আগে গত বছর ডিসেম্বরে পশুখাদ্য কেলেংকারিতে দোষী ঘোষিত হওয়ার পর থেকে লালু জেলে রয়েছেন। রাঁচির আরআইএমএস হাসপাতাল,দিল্লির এইমস ও মুম্বইয়েও কিছুদিন চিকিৎসার জন্য থাকতে হয়েছে লালু প্ৰসাদকে। অসুস্থতার জন্য ঝারখন্ড হাইকোর্ট গত ১১ মে লালুকে ছয় সপ্তাহের জন্য শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে। হাইকোর্ট শর্ত দেয়,এই সময়ে লালু কোন সভা সমিতি,রাজনৈতিক কার্যকলাপ এবং প্ৰচার মাধ্যমে বিবৃতি দিতে পারবেন না। পরে আগস্ট পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com