গুয়াহাটিঃ রাজ্যের একটি মর্যাদাসম্পন্ন শিক্ষা প্ৰতিষ্ঠান আর্য বিদ্যাপীঠ কলেজ আগামি ২১ সেপ্টেম্বর থেকে তাদের হীরক জয়ন্তী পালন করতে চলেছে। তিন দিনের এই উৎসবের প্ৰথম দিন একটি সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হবে। কলেজের ক্ৰীড়াঙ্গনে আয়োজন করা হবে একটি বই মেলারও। তাছাড়া থাকছে শিল্প ও চিত্ৰকলা প্ৰদর্শনী। হীরক জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ মুখপত্ৰও প্ৰকাশিত হবে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্ঞানেশ্বর চৌবে ‘পণ্ডিত গিরিধর শর্মা স্মৃতি বক্তৃতানুষ্ঠান’-এ বক্তব্য তুলে ধরবেন। এরপর অনুষ্ঠিত হবে প্ৰকাশ্য অধিবেশন। জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ও শিক্ষামন্ত্ৰী সিদ্ধার্থ ভট্টাচার্য উপস্থিত থাকবেন।