Begin typing your search above and press return to search.
আলফার(আই)লিংকম্যান গ্ৰেপ্তার বরাগাঁও থেকে

গুয়াহাটিঃ গড়চুক পুলিশ মঙ্গলবার আলফার(আই)এক লিংলম্যানকে গ্ৰেপ্তার করেছে। ধৃত যুবককে বরাগাঁওয়ের বনজিত দাস নামে শনাক্ত করা হয়। বনজিত বরাগাঁওয়ে থাকা ব্যক্তিগত ওয়ারহাউচে কাজ করছিল। তার বাড়ি নলবাড়ির আরিকুচিতে। অভিযুক্ত লিংকম্যানের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তার আরিকুচির বাড়িতে তল্লাশি চালিয়ে ৪.৪৮ টাকা উদ্ধার করে। সে সম্প্ৰতি শহরের একজন ব্যবসায়ীর কাছ থেকে আলফার(আই)নামে ৫ লক্ষ টাকা সংগ্ৰহ করেছিল। এব্যাপারে পুলিশ তদন্ত করছে।
Next Story