মায়ানমারে আলফা শিবিরে পণবন্দি থাকার পর অবশেষে নির্বিঘ্নে সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন চা বাগান কর্মী দীননাথ উপাধ্যায়(৫১)। ১৬ দিন আলফা শিবিরে থাকার পর সংগঠন নাটকীয়ভাবে তাঁকে ছেড়ে দেয়। ১৭ দিন পর অসম-অরুণাচল সীমান্তের লাংরি বস্তি থেকে তাঁকে উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। উপাধ্যায় বলেন পাঁচ জনের একটি সশস্ৰ দল তাঁকে অপহরণ করেছিল। বিভিন্ন সংগঠন অপহরণের প্ৰতিবাদ জানিয়ে তাকে মুক্তি দেওয়ার জন্য আলফার কাছে কাতর আবেদন জানিয়েছিল। তার মুক্তির জন্য ৩-৫ কোটি টাকা মুক্তিপণ চেয়েছিল আলফা।
আলফা শিবির থেকে ১৭ দিন পর নির্বিঘ্নে বাড়ি ফিরলেন অপহৃত চা শ্ৰমিক

Next Story