Begin typing your search above and press return to search.

আলোচনার সময় পেরিয়ে গেছে,সন্ত্ৰাসের বিরুদ্ধে বিশ্বকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান মোদির

আলোচনার সময় পেরিয়ে গেছে,সন্ত্ৰাসের বিরুদ্ধে বিশ্বকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান মোদির

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 Feb 2019 11:04 AM GMT

নয়াদিল্লিঃ পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়ে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সোমবার বলেছেন,কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর কথা বলার সময় পেরিয়ে গেছে। সন্ত্ৰাসের বিরুদ্ধে এবং যারা সন্ত্ৰাসে মদত দিচ্ছে,তাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্ৰদায়কে একজোট হয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভারত সফরে আসা আর্জেন্টিনার রাষ্ট্ৰপতি মেরিসিও ম্যাকরি-র সঙ্গে হায়দরাবাদ হাউসে আলোচনার পরই প্ৰধানমন্ত্ৰী বিশ্ব সম্প্ৰদায়ের প্ৰতি ওই আহ্বান জানান। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের মারণ আক্ৰমণের কঠোর ভাষায় নিন্দা করেছে ভারত ও আর্জেন্টিনা। পুলওয়ামায় গত বৃহস্পতিবার পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান প্ৰাণ হারিয়েছিলেন।

‘বিশ্বশান্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্ৰে সন্ত্ৰাস যে বিরাট হুমকি সে ব্যাপারে ম্যাকরি এবং আমি একমত। পুলওয়ামার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে,আলাপ আলোচনার সময় আর নেই। এখন সারা বিশ্বকে একজোট হয়ে সন্ত্ৰাস এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময়’-বলেন প্ৰধানমন্ত্ৰী। ‘সন্ত্ৰাসবাদ ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে পুরো বিশ্বকে একজোট হতে হবে এবং সন্ত্ৰাসের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে হবে’। মোদি বলেন,সন্ত্ৰাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণে দ্বিধাগ্ৰস্ত হওয়ার অর্থ হচ্ছে সন্ত্ৰাসকে আমল দেওয়া। সন্ত্ৰাসকে প্ৰশ্ৰয় দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ। তাই ভারত সন্ত্ৰাসের বিরুদ্ধে আর চুপ থাকবে না। এদিন সন্ত্ৰাসের বিরুদ্ধে লড়াইয়ে মোদির সুরে সুর মেলান ম্যাকরি। নাশকতা,সন্ত্ৰাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়ে আর্জেন্টাইন প্ৰেসিডেন্ট ম্যাকরি বলেন,আমরা সব ধরনের সন্ত্ৰাসের নিন্দা করছি। হিংসা-সন্ত্ৰাস সুস্থ সহাবস্থানের বিরোধী। আর্জেন্টিনা সন্ত্ৰাস ঠেকাতে ভারতের সঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করতে পারলে খুশি হবে-বলেন ম্যাকরি। প্ৰধানমন্ত্ৰী মোদির আমন্ত্ৰণে তিনদিনের সফরে ভারতে এসেছেন আর্জেন্টিনার প্ৰেসিডেন্ট।

Next Story
সংবাদ শিরোনাম