Begin typing your search above and press return to search.

আসুকে আশ্বাস,ক্যাব-এর বিরোধিতা করবে জনতা দল(ইউ)

আসুকে আশ্বাস,ক্যাব-এর বিরোধিতা করবে জনতা দল(ইউ)

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 April 2019 10:50 AM GMT

নয়াদিল্লিঃ জনতা দল(ইউনাইটেড)বুধবার বলেছে তারা বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল’২০১৬-র(ক্যাব)বিরোধিতা করে যাবে। এমনকি দলের নির্বাচনি ইস্তাহারেও বিলের বিরোধিতা করবে তারা। ১৪ এপ্ৰিল পাটনায় দলের ইস্তাহারটি প্ৰকাশ করা হবে।

জনতা দল(ইউ)নেতা কেসি ত্যাগী নয়াদিল্লিতে সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)একটি প্ৰতিনিধিদলকে আশ্বাস দিয়ে বলেন জেডি(ইউ)তাদের নির্বাচনি ইস্তাহারে বিল বিরোধী অবস্থানই নেবে। যদিও জনতা দল(ইউ)এবং বিজেপির মধ্যে আঁতাত রয়েছে,তবে এই ইস্যুতে দলের অবস্থান ভিন্ন। সরকার আমাদের মত ছাড়া কখনোই রাজ্যসভায় এই বিল পাস করাতে পারবে না’-বলেন ত্যাগী।

বিজেপি তাদের ইস্তাহারে নাগরিকত্ব বিল পাস(ক্যাব)করানোর প্ৰতিশ্ৰুতি দেওয়ার একদিন পরে আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য ও সংগঠনের সভাপতি দীপাঙ্ক কুমার নাথকে নিয়ে আসুর দুই জনের একটি প্ৰতিনিধিদল ত্যাগীর সঙ্গে দেখা করে বিলের বিরুদ্ধে তাঁর সমর্থন চান। ‘এই বিলটি অসমের মানুষের স্বার্থের পরিপন্থী। আমরা কখনোই এই বিল পাস হতে দেবো না’-বলেন ভট্টাচার্য।

‘নাগরিকত্ব সংশোধনী বিলটি গুরুত্ব সহকারে নেওয়ায় আমরা বিহারের মুখ্যমন্ত্ৰী নীতিশ কুমার ও জনতা দলকে(ইউ)ধন্যবাদ জানাচ্ছি। বিতর্কিত বিলটির বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থানই অব্যাহত থাকবে’-বলেন নাথ।

প্ৰস্তাবিত বিলের মাধ্যমে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনী করতে চাওয়া হচ্ছে। পড়শি দেশ আফগানিস্তান,বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এদেশে আসা হিন্দু,শিখ,বৌদ্ধ,পার্শি ও খ্ৰিষ্টিয়ানদের ভারতীয় নাগরিকত্ব দিতে চাওয়া হচ্ছে এই বিলকে আইনি রূপ দেওয়ার মাধ্যমে।

Next Story
সংবাদ শিরোনাম