নয়াদিল্লিঃ ২০১৮ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের(ইউপিএসসি)পরীক্ষায় অসমের ১৩ জন প্ৰার্থী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। শুক্ৰবার ঘোষণা করা হয় ইউপিএসসি পরীক্ষার ফলাফল।
পরীক্ষায় দশম স্থান অধিকার করেছেন অসমের তন্ময় বশিষ্ঠ শর্মা। মৃগাঙ্ক শেখর পাঠক ১০৩তম,উত্তীর্ণা রঞ্জিতা শর্মা ১৩০তম,নমিতা শর্মা ১৪৫তম,দীপাঙ্কর চৌধুরী ১৬৬তম,গরিমা শর্মা ১৭০তম,রিষভ গার্গার ২০০তম,আরণ্যক শইকিয়া ২৮৭তম,ফাউরমান বার্মা ৪২৯তম,অভিষেক গোস্বামী ৫২৫তম,তাপস বসুমতারি ৬৪৫ তম,সৌরভ শর্মা ৬৫৬তম এবং দীক্ষা লাংথাসা ৭০৮তম স্থান পেয়েছেন।
সিভিল সার্ভিস(প্ৰিলিমিনারি)পরীক্ষা,২০১৮ অনুষ্ঠিত হয়েছিল ২৯১৮-র জুন মাসে। এই পরীক্ষায় বসার আবেদন জানিয়েছিলেন ০.৬৫,৫৫২ জন প্ৰার্থী। এরমধ্যে পরীক্ষায় অবতীর্ণ প্ৰার্থীর প্ৰকৃত সংখ্যা হচ্ছে ৪,৯৩,৯৭২ জন। মোট ১০,৪৬৮ জন প্ৰার্থী লিখিত(প্ৰধান)পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেন,যা অনুষ্ঠিত হয়েছিল ২০১৮-র সেপ্টেম্বর-অক্টোবরে।
২০১৯-এর ফেব্ৰুয়ারি-মার্চে আনুষ্ঠিত পারসোনেলিটি টেস্টে কোয়ালিফাই করেন ১৯৯৪ জন প্ৰার্থী।
মোট ৭৫৯ জন প্ৰার্থীকে(পুরুষ ৫৭৭ এবং মহিলা ১৮২)কমিশন বিভিন্ন সেবায় নিয়োগের জন্য সুপারিশ করেছে।