

গুয়াহাটিঃ উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(এনইএসও)উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যকে ইনার লাইন পারমিট ক্লাবে যুক্ত করার দাবিটি অসমেও ক্ৰমশ জোরদার হচ্ছে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ(অজাযুছাপ)রাজ্যে ইনার লাইন পারমিট ব্যবস্থা চালু করার দাবিতে সোমবার রাজ্য জুড়ে ধরনা কর্মসূচি পালন করে।
ইনার লাইন পারমিট হচ্ছে একটা সরকারি ভ্ৰমণ নথি,যা কেন্দ্ৰীয় সরকার ইস্যু করে থাকে। ভারতীয় নাগরিকরা যাতে দেশের ভেতরে সংরক্ষিত স্থানগুলিতে সীমিত সময়ের জন্য যেতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। সংরক্ষিত এই সব রাজ্যে যেতে হলে রাজ্যের বাইরের ভারতীয় নাগরিকদের ইনার লাইন পারমিট অর্থাৎ অন্তর্দেশীয় পারপত্ৰ সংগ্ৰহ করা বাধ্যতামূলক। উত্তর পূর্বাঞ্চলে সরকারিভাবে উপজাতিদের সংস্কৃতি সংরক্ষণে ভারতে ইনার লাইন পারমিট ব্যবস্থা চলছে।
এনইএসও(নেসো)উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে ইনার লাইন পারমিট চালু করার আওয়াজ তুলেছে একটা নিয়মিত চেকিং ব্যবস্থার স্বার্থে। এই ব্যবস্থা এঅঞ্চলে বিদেশিদের অবৈধ অনুপ্ৰবেশ ঠেকাতেও সহায়ক হবে বলে তারা মনে করে। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্ৰদেশ,নাগাল্যান্ড ও মিজোরামে ইনার লাইন পারমিট ব্যবস্থা চালু রয়েছে। অরুণাচল প্ৰদেশ গত দুদিনে বৈধ নথিপত্ৰ ছাড়া রাজ্যে প্ৰবেশ করা ২০০০ ব্যক্তিকে চিহ্নিত করেছে। এই সব ব্যক্তিদের অসমে ফেরত পাঠিয়ে দিয়েছে তারা।