ইন্দোনেশিয়ায় কম্পন,সুনামি তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১২৩৪

ইন্দোনেশিয়ায় কম্পন,সুনামি তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১২৩৪
Published on

পালুঃ ইন্দোনেশিয়ায় বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ১২৩৪ ছাপিয়ে গেছে। গত সপ্তাহে ৭.৫ রিখটার স্কেলে আসা কম্পন ও এর পরপরই সুলাওয়েসি দ্বীপে সুনামির তাণ্ডবে সবকিছু তছনছ করে দিয়ে যায়। ধ্বংসস্তূপ থেকে এখনও উদ্ধার হচ্ছে মৃতদেহ। উপকূলীয় শহর পালু ও আশপাশ অঞ্চল এখন শুধু শ্মশানের নিস্তব্ধতা। গত শুক্ৰবারের ভূমিকম্প ও সুনামির ঝাপটায় স্তব্ধ হয়ে পড়েছে জীবন। দশ হাজারের বেশি মানুষ খাদ্য,জ্বালানি ও জলসংকটে পড়েছেন। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে,শতাধিক মানুষ এখনও ভেঙে পড়া বিল্ডিঙের ধ্বংসস্তূপে আটকে আছেন। উদ্ধারকারীরা ওই সব ক্ষতিগ্ৰস্ত এলাকায় ঢুকতে পারছেন না ধ্বংসস্তূপে পথ অবরুদ্ধ হয়ে পড়ায়। বিবিসি এখবর দিয়েছে।

ভূমিকম্পের আতঙ্কে মানুষ এখন ঘরের ভিতরে যেতেও সাহস করছেন না। কখন কী হয় সেই আতঙ্ক খুরে খাচ্ছে তাঁদের। মঙ্গলবারও ইন্দোনেশিয়ার সাম্বাদ্বীপে ৬ রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ান সেনাবাহিনীর কর্নেল মুহম্মদ তোহির বলেছেন,সুনামিতে ক্ষতিগ্ৰস্ত ডংগালা শহরে ত্ৰাণ পৌঁছতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। সুনামি বিধ্বস্ত দেশের অন্যান্য কিছু জেলায় এখনও প্ৰবেশ করা সম্ভব হয়ে ওঠেনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com