Begin typing your search above and press return to search.
ইন্দোনেশিয়ায় বন্যা,ভূমিস্খলনে মৃতের সংখ্যা বেড়ে ১০৭

জাকার্তাঃ পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া প্ৰদেশে নতুন করে দেখা দেওয়া বন্যা ও ভূমিস্খলনে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ১০৭ জনে দাঁড়িয়েছে। প্ৰাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ হয়েছেন আরও ৯৩ জন।
আবাসিক এলাকাগুলিতে এরা মাটিতে চাপা পড়েছেন কিনা তার খোঁজ চলছে। উদ্ধারকারীরা জানিয়েছে,গত সপ্তাহের শেষাশেষি জয়াপুরা জেলায় এই প্ৰাকৃতিক বিপর্যয়ে ৮৪ জন ব্যক্তি গুরুতর আহত হন। অন্যান্য আরও ৭৫ জন সামান্য আহত হয়েছেন। ক্ষতিগ্ৰস্ত প্ৰদেশটিতে জরুরি ভিত্তিতে ত্ৰাণ সাহা্য্যের কাজ চলছে। জিনহুয়া সংবাদ সংস্থা এখবর জানিয়েছে।
বন্যা ও ভূমিস্খলনের জন্য ৯,৬৯১ জন মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। ঘর ছাড়ারা ২০টি শিবিরে আশ্ৰয় নিয়েছেন। আশ্ৰয় শিবিরগুলির অধিকাংশ সরকারি কার্যালয়,জরুরি ত্ৰাণ সাহা্য্যের জন্য গঠিত জয়েণ্ট কমান্ড পোস্টের একজন মুখপাত্ৰ একথা জানান।
Next Story