Begin typing your search above and press return to search.

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Dec 2018 8:38 AM GMT

ইন্দোনেশিয়ার সুনামিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১। আহতের সংখ্যা এক হাজার। এমনই জানিয়েছে সে দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা। সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধারের কাজের গতি আরও বাড়ানো হয়েছে।সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রোহো বলেন, “মৃতের সংখ্যা এবং ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

”শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ দক্ষিণ সুমাত্রা এবং জাভার পশ্চিম বিন্দুর উপকূলবর্তী অঞ্চলগুলির আছড়ে পড়ে এই সুনামি। ক্রাকাটোয়া আগ্নেয়গিরির ফলে এই সুনামির জলোচ্ছ্বাস দেখা গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই অগ্নুৎপাতের সম্ভাবনা দেখা যাচ্ছিল এই আগ্নেয়গিরিতে। কিন্তু তা থেকে এ ভাবে সুনামির সৃষ্টি হতে পারে, সেটা কার্যত কাউই আন্দাজ করতে পারেনি।প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থিত হওয়ার ফলে আগ্নেয়গিরি, ভূমিকম্প এবং সুনামিপ্রবণ দেশ ইন্দোনেশিয়া।

গত সেপ্টেম্বরেই সে দেশের পালু শহরে আছড়ে পড়েছিল প্রবল সুনামি, যা থেকে মৃত্যু হয় প্রায় হাজার দুয়েক মানুষের।কিন্তু ভূমিকম্পের ফলে সুনামি তৈরি হওয়ার ব্যাপারে আগাম সতর্কতা জারি করা সম্ভব হলেও, আগ্নেয়গিরির ক্ষেত্রে তা সম্ভব নয়। এর ফলেই মৃতের সংখ্যা এতটা বেশি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Next Story